Home খেলাধুলা মিনি কাপ টুর্নামেন্ট ড্র করলেন গোলাম সারোয়ার বনাম দাদা স্পোর্টিং ক্লাব

মিনি কাপ টুর্নামেন্ট ড্র করলেন গোলাম সারোয়ার বনাম দাদা স্পোর্টিং ক্লাব

0
মিনি কাপ টুর্নামেন্ট ড্র করলেন  গোলাম সারোয়ার বনাম দাদা স্পোর্টিং ক্লাব

নারায়ণগঞ্জ কথা ডটকম : জাতীয় ফুটবলার সালাউদ্দীন এর সভাপতিত্বে  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত উপদেষ্টা আলহাজ্ব সাহাবউদ্দিন মন্ডল স্বরণে স্বাধীনতা কাপ ও মিনি কাপ টুু্র্নামেন্ট অনুষ্ঠিত হয়।

শুক্রবার ১৫ মার্চ বিকেল ৪ ঘটিকায় গোগনগর তাজেক প্রধান স্কুল মাঠে মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদ এর আয়োজনে, মোঃ আবু সাঈদ শিপলু এর সার্বিক তত্ত্বাবধানে  মিনি কাপ ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করেন।

মিনি কাপ টুর্নামেন্ট ৩য় দল হিসেবে  অংশগ্রহণ করেন গোলাম সারোয়ার বনাম দাদা স্পোর্টিং ক্লাব, উভয় দল  ১ -১ গোলে ড্র হয়ে ২য় রাউন্ডে উঠেন।

বিকেএসপি সাবেক ফুটবলার ও ১৮নং ওয়ার্ড এর যুবলীগ নেতা গোলাম সারোয়ার ক্লাব এর অধিনায়ক মো : রতন প্রধান বলেন, আমি বাংলাদেশ আওয়ামীলীগ এর একজন ত্যাগী☠, দেশ প্রেমিক পরোপকারী মানুষের মধ্যে যাকে সবচেয়ে কাছে থেকে দেখেছি তিনি গোলাম সারোয়ার । সেই আদর্শবান মানুষের স্মৃতিচারণ ও শ্রদ্ধাসম্পন্না হয়ে তার নাম স্বরনীয় করে রাখার লক্ষেই আমাদের অগ্রযাত্রা।