স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শোকসভায় জেলা ও মহানগর যুবসংহতির নেতৃবৃন্দরা জেলা যুবসংহতির আহবায়ক এস এম রাজা হোসেন রাজু নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে চেহলাম অনুষ্ঠানে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবসংহতি’র আহবায়ক রাজা হোসেন রাজু , যুবসংহতি’র নেতা এস এম হাবিবুর রহমান, আশরাফ রবিন, ইমরান হোসেন পাখি, আমজাদ পাটোয়ারী, মোঃ লিয়ন, নাজির হোসেন প্রমুখ।
মিছিলটি দেওভোগ পাক্কারোড এলাকা থেকে শুরু হয়ে ২নং রেল গেইট, কালিরবাজার, ১নং রেল গেইট, বন্দর খেয়াঘাটসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।