নিজস্ব প্রতিবেদক : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের ভিন্ন ধরনের উদ্যোগে শোক দিবস পালন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ সংলগ্ন বিপ্লবের যুবলীগ কার্যালয়ে মিলাদ, দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর অত্র এলাকার ১১টি মসজিদ, বায়তুল মোবারক জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ, নূর কমপ্লেক্স জামে মসজিদ, আবু বকর জামে মসজিদ, সবুজ বাগ জামে মসজিদ, বায়তুল সালাহ জামে মসজিদ, আজমেরী বাগ জামে মসজিদ, নতুন কোর্ট জামে মসজিদ,দারুস সুন্নাত সালেহা জামে মসজিদ, বায়তুল বিল্লাহ জামে মসজিদ সহ অত্র এলাকায় গরিব ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার তাদের ঘরে ঘরে পৌছেঁ দেন।