নারায়ণগঞ্জ কথা ডটকম : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে । শুক্রবার ফতুল্লা থানাধীন নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের বিপরীত দিকে এ ঘটনা ঘটে।
এ খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে বস্তির প্রায় ৭০ টি ঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানাতে পারেন নি ফায়ার সার্ভিস কতৃপক্ষ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সাতটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে আগুনে কেউ হতাহত হয় নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।