নিজস্ব প্রতিবেদক : (ফতুল্লা প্রতিনিধি) ঐতিহ্যবাহী পাগলা বাজার সমবায় সমিতির নির্বাচনে মনোয়ন পত্র কিনলেন আরিফুর রহমান পিন্টু।
বুধবার ২৪ জুলাই পাগলা বাজার জসিম মার্কেট এই মনোয়ন সংগ্রহ করেন প্রার্থীরা ।এসময় তিনি সকল ব্যবসায়ীদের কাছে দোয়া প্রার্থনা করে বলেন আপনারা যোগ্য ও ভালো মানুষ যাকে মনে করেন তাকেই ভোট দিয়ে জয়ী করবেন।