নারায়ণগঞ্জ কথা কম :নারায়ণগঞ্জ শিশু আলিফ হত্যা মামলার রায় ঘোষনা করেছে জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুর ১টায় জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত আসামী অহিদুল ইসলামকে ফাঁসিতে ঝুঁলিয়ে মুত্যুদন্ডের আদেশ প্রদান করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি ওয়াজেদ আলী খোকন আদালতেগণমাধ্যম কর্মীদের জানান, শিশু হত্যা, গুম, খুনের বিষয়গুলো অধিক সংখ্যকহারে বৃদ্ধি পেয়েছে। যা কিনা মিডিয়ার কল্যানে জনগণের সামনে উপস্থাপিত হচ্ছে।
এ বিষয়গুলোকে সামনে রেখে এসব মামলাগুলো আমি বেছে নেই। তবে মাত্র আড়াই মাসের মধ্যেই আমি শিশু আলিফ হত্যার বিচার শেষ করতে সফল হয়েছে রাষ্ট্র । প্রবীর হত্যা মামলাও আমি ৪ মাসে শেষ করতে পেরেছি। এছাড়াও আড়াইহাজারের শিশু রুপা আক্তার হত্যা মামলাটিও আমি হাতে নিয়েছি। তবে আশাকরি এ মামলাটিও খুব দ্রুত শেষ করতে পারবো ইনশাআল্লাহ । নিহত আলিফের মা সালমা খান সহ তার পরিবার এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।