নারায়ণগঞ্জ কথা ডটকম : বাংলাদেশ এক সময়কার রাষ্ট্রপতি, জাতীয় পার্টিরচেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদেররুহের মাগফেরাত কামনায় মিলাদও দোয়া অনুষ্ঠিত।
সোমবার বাদ আছর আল্লামা ইকবাল রোডস্থ প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমানের আয়োজনে এমিলাদ ও দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১৩নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতিমোঃ রুহুল আমীন, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু, কুতুবউদ্দিন আহমেদ, মোঃ আজিজুল হক, মোঃইরান, শেখ আব্দুল কাদীর, মোঃ আব্দুল হাই পলু, রুহুল আমীন, বাদশা মিয়া, জাতীয়ছাত্র সমাজ জেলার আহ্বায়ক শাহাদাত হোসেন রুপু, মহানগরের আহ্বায়কশাহআলম রুপু, ফয়সাল উল্লাহ, রবিউল আউয়াল, রুবেল হোসেন, মুরাদ হোসেন মুন্না,লোকমান সরকার টিটু, ওসমান গণি জুয়েল, শুভ ভূইয়া, নয়ন সরদার, রিসাদ, সাগরহোসেন, মোঃ তুহিন, রিয়াদ, সাজু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ শেষে প্রয়াত রাষ্ট্রপতি মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ, প্রয়াত সাংসদ নাসিমওসমান সহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
পারভীন ওসমানের আয়োজনেপ্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদেরস্বরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জ কথা এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।