
নিজস্ব প্রতিবেদক : ভূমিহীন (সমিতি) দুস্থ কল্যাণ সংস্থা সভাপতি এস এস এ্যাপোলো (ইরানী) পক্ষ থেকে ভূমিহীন (সমিতি) দুস্থ কল্যাণ সংস্থার সদস্যদের নিয়ে নবাগত ডিসি জসিম উদ্দিন কে উপহার স্বরুপ আয়াতুল কুরসীর ওয়ালম্যাট তুলে দেন।
এসময় ডিসি জসিম উদ্দিন তাঁদের উদ্দেশ্য বলেন, প্রধানমন্ত্রী গরীব দুস্থদের ভুমিহীনদের ভূমি ব্যবস্থায় দেশব্যাপী কাজ করছেন। আমি ও নারায়ণগঞ্জের ভূমিহীন যারা তাঁরা যেনো শহর ও শহরের বাহিরে যেখানেই তাঁদের বসবাসের ব্যবস্থা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভূমিহীন (সমিতি) দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা
মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম,সাধারণ সম্পাদক মোঃ মরণ আলী, ভাইস চেয়ারম্যান ভাইস এড. নুর জাহান প্রমুখ। �