নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজি করার সময়ের নৌ – পথে হাতেনাতে গ্রেফতার করেন নৌ পুলিশ চার চাঁদাবাজকে । শনিবার (২৯ জুন ) সকালে ইস্পাহানি ঘাট থেকে তাদের পুলিশ গ্রেফতার করেন ।
গ্রেফতারকৃতরা হলেন, আড়াইহাজারের চৌদ্দ গ্রামের কান্দার সবুজ মিয়ার ছেলে মোঃ সমুন্নত মাঝি , গোপালগঞ্জের কোটলীপাড়ার চিতসী গ্রামের আকরাম মাস্টারের ছেলে ফজলুল, বাগের হাট মোড়লগঞ্জের জালালা মাহমুদ এর ছেলে রেদওয়ান মোল্লা , বরিশালের খালেক হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার। গ্রেফতারকৃত সবাই ইস্পাহানী এলাকায় দীর্ঘ দিন বসবাস করে আসছে। গ্রেফতারকৃত চার চাঁদাবাজ কে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নৌ-থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে সাংবাদিক জানান।