
নারায়ণগঞ্জ কথা.কম : নারায়ণগঞ্জ শহরের চাঁদমারীতে মাদক দিতে এসেজেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে মাদক কারবারি মিঠুন। ২৭ জুন বৃহস্পতিবার ভোর ৫ টায়তাকে ২০ গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করাহয়ে। হেরোইন কারবারি মিঠুন ফতুল্লা পাগলা জেলেপাড়া এলাকায় অরুন দেবনাথের ছেলে।
ডিবির এস আই কামরুল ইসলাম জানান, গোপনসংবাদের ভিত্তিতে জানতে পাই ভোর ৫টার দিকে একহেরোইন বিক্রেতা চাঁদমারিতে অবস্থান করেছে মাদকবিক্রি করার উদ্দেশ্যে। পরে সঙ্গীয় এস আই ওসমানগনি সহ ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযানপরিচালনা করে মিঠুনকে গ্রেফতার করা হয়েছে।উদ্ধার করা হয় ২০ গ্রাম হেরোইন।