
নারায়ণগঞ্জ কথা ডটকম : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংরক্ষিত ইউপি সদস্যবিউটি আক্তার কুট্টিকে কুপিয়ে হত্যা মামলায় সাদ্দামহোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হত্যাকান্ডের পরদিন ২৭ জুন বৃহস্পতিবার ভোরেতাকে গ্রেফতার করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলকজবান বন্দীতে সাদ্দাম হত্যার দায় স্বীকার করেন। ২৭ জুন বৃহস্পতিবার ভোরে চনপাড়া বস্তি এলাকাথেকে সাদ্দাম গ্রেফতার করা হয়।
বিকেলে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার হারুনঅর রশিদ জানান, আদালতে সাদ্দাম স্বীকার করেছেযে, ২ বছর আগে এলাকায় বাবুল স্টোর নামের একটিদোকান বসানোকে কেন্দ্র করে কুট্টি মেম্বারের সঙ্গেসাদ্দামের বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে ওই দোকানভেঙ্গে দেয় কুট্টি মেম্বার। এর পর থেকেই কুট্টির উপরজিদ ছিল সাদ্দামের। এছাড়া এলাকায় মাদক ওআধিপত্য বিস্তার সহ দোকান ইস্যুতে প্রতিশোধেরকারণেই ২৬ জুন বুধবার ভোরে সাদ্দাম সহ আরোকয়েকজন মিলে ওই হত্যাকান্ড ঘটিয়েছে।
২৬ জুন বুধবার ভোর ৬ টার দিকে উপজেলারপশ্চিমগাঁও এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটায়তারা। নিহত বিউটি আক্তার কুট্টি উপজেলারপশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী। বিউটিআক্তার কুট্টি কায়েতপাড়া ইউনিয়নের ৭,৮,৯নংওয়ার্ডের মহিলা ইউপি সদস্য। পরিবারের দাবি, স্বামীহত্যা মামলার আসামীরাই পরিকল্পিত ভাবে এহত্যাকান্ড ঘটে রাতেই বিউটির মেয়ে পারভীন
আক্তার বাদী হয়েরূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ আরো ৪ থেকে ৫জনকেঅজ্ঞাত আসামী করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসিমাহমুদুল হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন।