
নারায়ণগঞ্জ কথা ডটকম : (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) সিদ্ধিরগঞ্জ থেকে কিশোরী দুই চাচাতো বোনকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে ২০ দিন ধরে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে আল-আমিন (১৬) ও রিয়াদ(২৫) নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ জুন) ভোর রাতে ফতুল্লা থানার গিরিধারা এলাকার জনৈক সেলিনা আক্তারের বাড়ীতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে এবং অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় অপহৃত এক কিশোরীর পিতা বাদী হয়ে শনিবার সকালে আল-আমিন ও রিয়াদকে আসামি করে ৭/৯(১)২০০০ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩) অপহরণ পূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার অপরাধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।