নারায়ণগঞ্জ কথা ডটকম : ঈদের দাওয়াত দিয়ে চট্রগ্রাম থেকে নারায়ণগঞ্জে এনে তরুণীকেধর্ষণের ঘটনায় অভিযুক্ত সানিকে আটক করেছেপুলিশ।
মঙ্গলবার (১১ জুন) সকালে সাইনবোর্ডএলাকাস্থ একটি বাস কাউন্টারের সামনে থেকেতাকে গ্রেফতার করা হয়।
এরআগে গ্রেফতারএড়াতে ধর্ষক সানি মাথার চুল ন্যাড়া করেছদ্মবেশ ধারণ করেছিল। কিন্তু সদর মডেল থানাওসি মো.কামরুল ইসলাম বিভিন্ন কৌশলঅবলম্বন করে ধর্ষনের ঘটনার ১০ ঘন্টার মধ্যেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রসঙ্গত, ঈদের ছুটিতে ৭ জুন (শুক্রবার) সানিরদাওয়াতে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে আসেন ওইতরুণী।
পরে শহরের গলাচিপায় শ্যামলী পরিবহনের কাউন্টারের পাশে একটি রুমে নিয়েতাকে ধর্ষণ করেন সানি। ঘটনার পর তরুণীকেআরেকটি বাসে করে চট্টগ্রাম পাঠানোর চেষ্টা করাহয়। কিন্তু তাদের বাকবিতন্ডায় লোকজন জড়োহলে সানি পালিয়ে যায় এ ঘটনায় ধর্ষিতা বাদীহয়ে সদর মডেল থানায় সানি, তার মা ও এক ভাইজড়িত দাবি করে তিনজনকে আসামি করেএকটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে সদর মডেল থানা ওসি মো. কামরুলইসলাম বিপিএম ও পিপিএম জানায়, নারায়ণগঞ্জপুলিশ সুপারের কঠোর নির্দেশনা রয়েছে। যে কোনো অপরাধের ব্যাপারে তিনি জিরো টলারেন্স।ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এসপি স্যারেরনির্দেশে আমি ও পুলিশের টিম তাকে গ্রেফতারের অভিযানে করি। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে জানতে পাই সে মুন্সিগঞ্জ জেলায় পলাতকরয়েছে পরবর্তিতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যেমেতাকে সাইনবোর্ড থেকে আটক করি। তবে সেআমাদের থেকে নিজেকে বাচাঁতে চুল ন্যাড়া করে ফেলে। এরপরেও এমন তথ্য আগে থেকেইআমাদের পুলিশ জেনে ফেলায় তাকে দ্রুত আটককরা সম্ভব হয়েছে।