ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলবলেছেন, আল্লাহ কে রাজি খুশি করার জন্যে যারা নেক উদ্দেশ্য নিয়ে গরীব মানুষকে দান
খয়রাত করে থাকেন তাদের দান আল্লাহ তায়ালা
কবুল করেন। লোক দেখানো দান খয়রাত কখনো ভাল নয় বলে মনে করছি।
লোক দেখানো দান না করে দানের মহৎ ও নেক উদ্দেশ্য নিয়ে গরীবদের মাঝে দান খয়রাত করার জন্য সকলের প্রতি অনুরোধ করছি।
সোমবার (৩ জুন) দুপুরে কাশিপুরে পৃথক দুটি এলাকায়
গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে দানের হাকিকত সম্পর্কে এসব বলেন।
তিনি আরো বলেন, যারা ঈদ উপলক্ষে গরীবদের মাঝেঈদ সামগ্রী বিতরণ করছে আমি তাদের উদ্দেশ্যে বলতেচাই প্রতিটি এলাকার প্রকৃত গরীব মানুষ দেখে এবংতাদের বিষয় খোজ খবর নিয়ে ঈদ সামগ্রী বিতরণকরলে আয়োজকদের উদ্দেশ্য সফল হবে। তাই বলতে চাই, সমাজের বিত্তবানরা যেন প্রকৃত গরীবদের সাহায্য ও সহযোগিতায় এগিয়ে আসেন সেই আহবান করছি।