
নারায়ণগঞ্জ কথা ডটকম : আজ ২৭ মে (সোমবার) মাহে রমজানের ২১ রোজা,নাযাতের ১ম দিবস । সেহরীর শেষ সময় রাত ৩টা ৪১ মিনিট পর্যন্ত এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে আজ। সালাতের আহকাম- আরকান সম্পর্কে আলোচনা করবো।
সালাত আদায়ের আগে ও সালাতের ভেতরে কিছু কাজ আছে । এইগুলো অবশ্যই পালন করতে হয়। এগুলোর যেকোনো একটি ছুটে গেলেও সালাত হয়না। এই কাজগুলো সালাতের ফরজ বলে । সালাতের ফরজ ১৪টি ।সালাতের কাজগুলোকে দুই ভাগে বিভক্ত ।
১. আহকাম ,২. আরকান ।আহকাম: সালাত শুরু সকরার আগে যে ফরজ কাজগুলো আছে, সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত বলে । আহকাম ৭টি।
১. শরীর পাক: প্রয়োজন মতো ওযু গোসল তায়াম্মুমের মাধ্যমে শরীর পাক হওয়া।
২. কাপড় : পরিধানের কাপড় পাক হওয়া ।
৩.জায়গা : সালাত আদায়ের স্থান পাক হওয়া ।
৪. সতর ঢাকা : পুরুষের নাভী থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং স্ত্রী লোকের মুখমন্ডল ,হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা।
৫. কিবলামুখী হওয়া : কাবার দিকে মুখ করে সালাত আদায় করা । ৬.ওয়াক্ত হওয়া : সালাতের নির্ধারিত সময় হওয়া ।
৭. নিয়ত করা : যে ওয়াক্তে সালাতে
আদায় করবে তা মনে মনে নিয়ত করা ।