নারায়ণগঞ্জ কথা ডট কম : মরিয়মের বাবা মামুন নগড় খানপুর ভাড়া বাড়িতে থেকে কোট সংলগ্ন সান নিটিং নামক একটা ফ্যাক্টরির একজন ক্ষুদ্র কর্মকর্তা মরিয়মের বয়স যখন ৬ মাস তখন থেকেই নানা ডাক্টার দিয়ে নানা রকম পরীক্ষার মাধ্যমে জানতে পারে তার শীশু কন্যাটির ক্যান্সার, সে আরও ভালো চিকিৎসার আসায় ধানমন্ডির আসিফ কেয়ার সেন্টারে ডঃ জামিলার সরনাপন্ন হয় চিকিৎসা চলাকালিন ধীরে ধীরে মরিয়মের দুটি চোখ নষ্ট হয়ে যায়, এবং মাথার চুল গুলো পরতে শুরু করে,
মামুন কোন উপায় না পেয়ে আবার ধানমন্ডি ডাক্তারের পরামর্শ নিয়ে জানায় উচ্চ চিকিৎসার জন্য মরিয়মকে নিয়ে ভারত যেতে হবে, আর তাই হতাশা গ্রস্থ্য বাবা সমাজের সকল স্থরের মানুষের কাছে সহযোগিতা আশা করেন , বিকাশ নাম্বার , 01869828865