নারায়ণগঞ্জ কথা : ১৩নং ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ ও ছাত্রলীগ কল্যাণ ক্লাব এর উদ্যোগে মহামারী করােনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষার জন্য ফ্রি ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৬ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ ১৩ নং ওয়ার্ড দক্ষিণ কুমুদিনী বাগান এলাকায় এ ফ্রি ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ রবিউল হোসেন ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,১৩ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ ও ছাত্রলীগ কল্যাণ ক্লাব এর উদ্যোগে মহামারী করােনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষার জন্য ফ্রি ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচি করেছে তারা এর আগেও মাসদাইর তালা ফ্যাক্টরী সংলগ্ন ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় এর সামনে এ মহামারী করােনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষার জন্য ফ্রি ভ্যাকসিন নিবন্ধন কাজ শুরু করে। তা এখনো মাসদাইর আওয়ামী লীগ কার্যালয়ে নিবন্ধন কর্মসূচি চলমান আছে।
আজ এখানে একই কর্মসূচি শুভ উদ্বোধন করছি তাই আমার পক্ষ থেকে এই সকল আয়োজন যারা করছে তাদেরকে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আর দেশবিরোধী একটি মহল গুজব ছড়াচ্ছে। আমি সকলকে আহ্বান করব গুজবে কান না দিয়ে। আপনারা এই ভ্যাকসিন গ্রহণ করেন। আপনাদের সুবিধার্থে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ ও ছাত্রলীগ কল্যাণ ক্লাব এই সুন্দর উদ্যোগে নিয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ জহিরুল আহসান সাংগঠনিক সম্পাদক ১৩নং ওয়ার্ডআওয়ামীলীগ, আওয়ালীগ নেতা হাজী মহিউদ্দিন আহম্মেদ, হাজী শাহজাহান আহমদ প্রধান, মোঃ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক ১৩ নং ওয়ার্ড যুবলীগ, সালাম খন্দকার (সেলিম) সহ সভাপতি নারায়নগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ ও ১৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা,চিত্র নায়ক মিঠু,লাল মিয়া লালু সহ সাধারণ সম্পাদক ১৩ নং ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রাকিব, মোঃ বিপ্লব, মোঃ সুলতান,মোঃ সেলিম,মোঃ নয়ন,আসাদ খন্দকার শুভ, মোঃ সনি,ছাত্রলীগ নেতা মোঃ রাব্বি, অমিয়,সাজিন খন্দকার ও মোঃ ফাহিম সহ নেতৃবৃন্দ প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে : ১৩নং ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ ও ছাত্রলীগ কল্যাণ ক্লাব ।