নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে বন্দর ইউনিয়নের উন্নয়ন মুলূক শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় যোগদান করেন।
শুক্রবার (৫ মার্চ) বিকেলে বন্দর খান বাড়ি হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে নবীগঞ্জ টি-হোসেন গার্ডেনস্থ বন্দর ইউনিয়নের উন্নয়ন মুলূক শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় এ মিছিল নিয়ে যোগদান করেন।
উক্ত অনুষ্ঠানে বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান।
এ সময় মিছিলে অংশগ্রহণ করেন, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, ডালিম হায়দার, আরিফুল ইসলাম হীরা, সানি খান,রাজু আহমেদ, আকিব হাসান রাজু, মোখলেস,আরিফুল ইসলাম অপু, মোঃ আসিফ,মামুন খান প্রমুখ।