নারায়ণগঞ্জ কথা : কাজী নুর ইসলাম পরশ ও তার সহধর্মিনী সহ পরিবারের সকল সদস্যের উদ্যোগে সুলতানে হিন্দ আতায়ে রাসূল (সাঃ) খাজা এ খাজেগান গরীবে নেওয়াজ হযরত সৈয়দ খাজা মঈনউদ্দিন চিশতী হাসান সানজারী (রঃ) এর বাৎসরিক ওরশ মেকারক উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কাজী নুর ইসলাম পরশ ।
বৃহস্পতি ও শুক্রবার (২৫ ও ২৬ ফেব্রুয়ারি ) নারায়ণগঞ্জ পাইকপাড়া , নয়াপাড়া, এলাকায় কাজীবাড়ীতে প্রতি বছরের মতো এবারও বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,কাজী নুর ইসলাম পরশ ও তার সহধর্মিনী সহ পরিবারের সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ প্রমুখ।