নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ বন্দর এলাকায় অভিযান চালিয়ে দুটি দোকানে মেয়াদোত্তীর্ণ কোমল পানী রাখায় ও মুখে মাক্স না পড়ায় দুটি দোকানদারকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি দোকানের নাম, তাসলিমা জেনারেল স্টোরকে ও শান্ত স্টোর।
বৃহস্পতিবার (২১জানুয়ারি) দুপুরেবন্দর এলাকা এলাকার বন্দর শহীদ মিনারের অপর পাশে দুটি দোকানে এ অভিযান চালায়।
এ বিষয়ে আসমা সুলতানা নাছরিন গণমাধ্যমকে বলেন,দুটি দোকানে মেয়াদোত্তীর্ণ কোমল পানী রাখায় ও মুখে মাক্স না পড়ায়। তাসলিমা জেনারেল স্টোরকে ১০ হাজার পাশাপাশি শান্ত স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযান পরিচালনা করেন,সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আসমা সুলতানা নাছরিন সহ অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি দল জরিমানা করেন।