নারায়ণগঞ্জ কথা : আসন্ন কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নির্ভীক সমাজ কর্মী, সৎ ও সাহসী এই প্রজন্মের অহংকার মােঃ চুন্নু মােল্লা বাংলাবাজার পাঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচনী সালাম জানিয়েছেন।
এ সময় মেম্বার পদপ্রার্থী মােঃ চুন্নু মােল্লা সাংবাদিকে বলেন , আমাদের বাংলাবাজার ৮নং ওয়ার্ড এলাকায় বিগত অনেক বছর যাবত এলাকার উন্নয়নের কাজ, সামাজিকতা যেকোনো কাজে আমি সর্বসময় থাকি। আমি চাই আমাদের এলাকার অসহায় মানুষের পাশে সর্বসময় থাকতে। আর এলাকার সকলের কাছে দোয়া প্রার্থনা করছি । আপনারা আমার জন্য দোয়া করবেন। আসন্ন নির্বাচনে আপনাদের ভোটে আমি যেন জয়যুক্ত হতে পারি।