
নারায়ণগঞ্জ কথা : আলোর সন্ধান সংগঠনের উদ্যোগে আলোর সন্ধান সংগঠনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা ও হাজী রফিক সাহেবের সদ্য প্রয়াত সহধর্মিনী এবং তার মরহুম স্নেহের ছোট ভাই শাহ আব্দুল হালিম সাফি’র বিদেহি আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোর সন্ধান সংগঠন এর প্রতিষ্ঠাতা শাহ আব্দুল হালিম এর সভাপতিত্বে।
শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ১১ টায় আলোর সন্ধান সংগঠন এর অস্থায়ী কার্যালয়ে এ সংগঠনের সাধারণ সভা-২০২১ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দোয়া পরিচালনা করেন,হাফেজ মাওলানা মোঃ আনিসুর রহমান।
সভা পরিচালনা করেন, উক্ত সংগঠনের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন পিন্টু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আনিসুর রহমান, দেলোয়ার হোসেন সুমন, মোঃ সেলিম রেজা, মোঃ হাবিবুর রহমান ডলার, মোঃ ফয়সাল খান, মোঃআরাফাত, মোঃ সালাউদ্দিন, মোঃ রিমু, মোঃ আশিক সাদাত রিংকু, মোঃ শহিদুল ইসলাম, মোঃ হৃদয়, মোঃ রনি, মোঃ আরফিন, মো আকিব, মোঃ ইমন সহ সংগঠনের আরো সদস্যবৃন্দ।