
স্টাফ রিপোর্টার : ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংরাম সাফল্যের লক্ষ্যে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সভাপতিত্বে।
রবিবার(৪ জানুয়ারী) সকাল ১১ টায় নারায়নগঞ্জ ২ নং গেট আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল
এ সময় প্রধান অতিথির বক্তব্য বাদল বলেন,১৯৪৮ সালে ৪জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উঞ্চতায় যৌবনের গড়া ছাত্রলীগ, বঙ্গবন্ধু চিন্তা চেতনা সপ্নের নাম বাংলাদেশ ছাত্রলীগ, ১৯৫২ সালে মা ডাকার প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছিল আন্দোলন করেছিল তার নাম ছাত্রলীগ, ১৯৫৬ সালের নির্বাচন সহ প্রত্যেকটি আন্দোলনে ছাত্রলীগের ভুমিকা অপরীসীম। আজ সেই ছাত্রলীগের ৭৩ তম জন্মদিন এতো বছর যাবত খুব গৌরভের সাথে তারা তাদের কার্যক্রম করে যাচ্ছে। বিশেষ করে নারায়নগঞ্জ ছাত্রলীগ সারা বাংলাদেশের মধ্যে অনন্য ভূমিকা রাখছে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনি- সহ সভাপতি বাবু চন্দন শীল, নারায়নগঞ্জ মহানগর যুব লীগের সভপতি সাহাদাৎ হোসেন সাজনু, নারায়নগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান সুজন, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজ, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাফেল প্রধান, নারায়নগঞ্জ মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসনাত রহমান বিন্দু সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী বৃন্দ।