নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জে গোগনগর মসিনাবন্দ পূর্ব ২নং ওয়ার্ড গাউছুল আজম জামে মসজিদের সামনে থেকে সিটি কর্পোরেশনের ড্রেন হতে ইউনিয়ন পরিষদের নতুন ড্রেন সংযোগেরর কাজ উদ্বোধন করলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান মোঃ নূর হোসেন সওদাগর।
শুক্রবার (১ জানুয়ারি ) দুপুরে গোগনগর মসিনাবন্দ পূর্ব ২নং ওয়ার্ড গাউছুল আজম জামে মসজিদের সামনে এ নতুন ড্রেন সংযোগেরর কাজ উদ্বোধন করেন।
উদ্বোধন সময় চেয়্যারম্যান মোঃ নূর হোসেন সওদাগর বলেন, নতুন বছরে শুরু করলাম নতুন কাজ আল্লাহতালা যেন আমার মাধ্যমে জনগণের সকল সুবিধার কাজ করে দেন। আজ আমরা কাজের উদ্বোধন সময় দোয়ার মাধ্যমে এ কাজের শুভ উদ্বোধন করি সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ডের মেম্বার হাজী মোক্তার হোসেন সুকুম, ৩নং ওয়ার্ডের মেম্বার তোফাজ্জল হোসেন কাবিল, ১নং ওয়ার্ডের মেম্বার আ: মোত্তালিব ও প্যানেল চেয়্যারম্যান ৩ লিপি আক্তার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।