
ফতুল্লা প্রতিনিধি মোঃ রবিন : নারায়ণগঞ্জ ফতুল্লা রামারবাগ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আমজাদ হোসেন মাস্টার রামারবাগ শাহী জামে মসজিদ সভাপতি।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ ফতুল্লা রামারবাগ এলাকায় রামারবাগ মডেল স্কুল প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল রাজ্জাক বিশিষ্ট সমাজসেবক কমিউনিটি পুলিশিং ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল রাজ্জাক বলেন, রামারবাগ মডেল স্কুলের এই আয়োজন দেখে আমি অনেক খুশি হয়েছি।কারণ পড়ালেখার সাথে সাথে ছেলে মেয়েদের খেলাধুলা প্রয়োজন আছে। তাহলে মন মানসিকতা সব সময় ভালো থাকবে। আর আজকে কেউ বিজয়ী হয়েছে আবার কেউ বিজয়ী হয়নি।এ নিয়ে মনে কষ্ট পাওয়ার কিছুই নেই । তাই সকলের উদ্দেশ্যে বলতেছি সবাই মন খুশি থাকবে। আজ হেরেছ কাল অবশ্যই জিতবে। হারজিৎ নিয়ে খেলা হয় তাই বলছি তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে । আর আগামীতে ভালো রেজাল্ট করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোরশেদ সমাজসেবক, মোঃ আক্তার সমাজসেবা।
উক্ত অনুষ্ঠানআয়োজন করেছেন,রামারবাগ মডেল স্কুলের চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান।