নারায়ণগঞ্জ কথা : মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবু হাসনাত শহীদ বাদল এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশন সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ নেতা আবদুল কাদির দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় আবদুল কাদির গণমাধ্যমকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে মোঃ আবু হাসনাত শহীদ বাদল ভাই এরপক্ষ থেকে দেশবাসীকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
তিনি আরো বলেন,১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র,লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান । প্রয়োজনে আবার দেবো রক্ত ঠেলে, বজায় রাখতে বিজয়ের মান। মোদের দেহে থাকতে রক্ত, বৃথা যাবে না শহীদদের দান। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।