নবগঠিত জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ফাতেমা আক্তার মাহমুদা ইভা : নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার আইনজীবী ফোরামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে নবগঠিত কমিটির নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সরকার মো. হুমায়ুন কবীর এবং সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার প্রধান।
উল্লেখ্য, গত ২০২৪ সাল বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম. আবু ফয়েজ এবং সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) এর সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর আইনের ছাত্রছাত্রীদের জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করতে এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নারায়ণগঞ্জ জেলা শাখায় ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটির নেতৃবৃন্দ হলেন: আহ্বায়ক খন্দকার মোঃ সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুল হক সরকার, যুগ্ম আহ্বায়ক মাহমুদা আক্তার, যুগ্ন আহ্বান মোঃ তৌসিফ হাসান, যুগ্ন আহবায় মোঃ শাহিন খন্দকার, সদস্য সচিব মো ঃ ফজলে রাব্বি মহিউদ্দিন। সদস্য ফাতেমা আক্তার মাহমুদা ইভা, লুৎফুন নাহার লিজা, কামরুন্নাহার স্মৃতি, নূরুন্নাহার তিন্নি এবং চক্রবর্তী।
জেলা শাখা কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষানবিশ মো. আক্তার হোসাইন, খাদিজা আক্তার সুমী, ছাত্র মো. রবিউল আলম , আসাদুল্লাহ মিয়া প্রমুখ, সবুজ প্রধান, তৌসিফ হাসান জাহিদ, মো. মেহেদী হাসান, জুনায়েদ, মাঈমুনা আক্তার লূনা, মো. আবির হাসান, প্রমুখ