ফতুল্লায় শিবির সভাপতি প্রবাসী ও সহোদর ভাই এর মিথ্যা মামলা থেকে মুক্তি চান নারায়নগঞ্জবাসী
ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লা পিলকুনি শাখার বাংলাদেশ ইসলামি ছাত্র -শিবিরের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী আইনউদ্দিন ও তার সহোদর ভাই মো. আলম হুসাইনের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে অব্যাহতির দাবী জানিয়েছেন পরিবার ৷ তাদের দাবী, ব্যাক্তি আক্রোশ ও ষড়যন্ত্রমূলকভাবে দুই সহদোরকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
তারা জানিয়েছে, সাবেক শিবির সভাপতি আইনউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্র ও সমন্বয়কদের বর্তমান ভুমিকা এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সামগ্রিক কার্যকলাপের সমালোচনা করায় তাকে ফেসবুকে বিভিন্ন আইডি থেকে হুমকি দেয়া হচ্ছে।
এছাড়াও তার বিরুদ্ধে ২০ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রতারনার অভিযোগ এনে চলতি বছরে ৮ই অক্টোবর মামলা দায়ের করা হয়েছে৷ সিআর মোকদ্দমা নং ৫৪৫/২০২৪ ইং (সদর)মামলাটি মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমল আদালত রয়েছে। এমনকি সে দেশে ফিরলে, তার বিরুদ্ধে আরও অধিকতর মামলা এবং হত্যার হুমকি প্রদান করা হয়।
এছাড়াও বিএনপির প্রভাবশালী নেতা আগস্ট মাসে মোঃ আলম হুসাইনের কাছে চাঁদা দাবি করে৷ পরবর্তীতে তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয়৷ বৈষম্য বিরোধী আন্দোলনে ১৯ আগস্ট তার সক্রিয় অবস্থান নেয়ার অভিযোগ তোলে ফতুল্লা থানায় অভিযোগ দেন সোহরাব মিয়া নামের কুতুবপুর এলাকার বাসিন্দা। যার মামলা নং ২০ (৮) ২৪। জিআর নং-৪৩৭/২৪। ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০সহ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩ এ ৬ ধারা।
স্ব^জনদের দাবী, আইনউদ্দিনের ছোট ভাই মো.আলম হুসাইনকে গত ১০ই অক্টোবর ২০২৪, ছাত্রদের উপর আক্রমণের মিথ্যা অভিযোগের কারণে পুলিশ আটক করেছে৷ বর্তমানে তার ভাই মোঃ আলম হুসাইন কারাগারে আছেন৷ তার জন্য জামিনের আবেদন করা হলে নিম্ন আদালত তা নামঞ্জুর করেছেন৷
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আইনউদ্দিনের পরিবারের দাবী, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং ব্যাক্তি আক্রোশে ষড়যন্ত্রমূলকভাবে করা আইনউদ্দিন ও মোঃ আলম হুসাইনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের ভিত্তিতে প্রকৃত সত্য উদঘাটন করে তাদেরকে অব্যাহতি দেওয়া হউক, এমন অনুরোধ জানিয়েছেন তার পরিবার।