ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করার প্রতিবাদে নাঃগঞ্জে সনাতনদের বিক্ষোভ
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে জাগরণ মঞ্চের নেতারা।
সোমবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের চাষাঢ়ায় এ বিক্ষোভ করা হয়।
এসময় শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে বিক্ষোভকারীরা শান্তিপূর্ন অবস্থান শেষে সড়ক ছেড়ে দেয়। এরপর যানচলাচল স্বাভাবিক হয়। এসময় পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।
উল্লেখ যে, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। মবার বিকেলে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে, নারায়নগঞ্জ পূজা উজ্জাপন এর নেতাকর্মী ও সনাতন ধর্মালম্বীরা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর আসেন সেখান থেকে তাকে কেনো গ্রেফতার করা হলো প্রশাসন ও রাষ্টের কাছে জবাব চেয়ে মুক্তির দাবি জানিয়ে হুশিয়ারী করে পরিস্থিতি শান্ত করার আহবানও করেন।
এ পরিস্থিতে নারায়নগঞ্জের সদর উপজেলা জেলায় তারা বিক্ষোভ প্রতিবাদ করেন।