শ্রমিক নেতা বাদল ও আবুল হোসেনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি নিয়ে যোগদান
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপি ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সমাবেশ ও র্যালিতে ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক বাদল ও যুগ্ন আহবায়ক আবুল হোসেন এর যোগদান।
র্যালিতে ফতুল্লা থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে এসে যোগ দেন।
র্যালিটি ফতুল্লার ডিআইটি মাঠ থেকে শুরু হয়ে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে পঞ্চবটী বাসস্ট্যান্ড গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
র্যালিটির নেতৃত্ব দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
এসময় বক্তব্য দেন- ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, থানা শ্রমিকদলের আহ্বায়ক শাহ আলম, থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির তহোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুমন আকবর, নজরুল ইসলাম প্রধান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার, ফতুল্লা থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, মুসলিম আহমেদ প্রমুখ।