প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:৫৫ এ.এম
২৮ জানুয়ারী মঙ্গলবার শহরের চাষাড়াস্থ ব্লু পিয়ার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে
২৮ জানুয়ারী মঙ্গলবার শহরের চাষাড়াস্থ ব্লু পিয়ার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে "ভালো থাকার উৎসব "রেজি : করুণ "
যেখানেই ভালো সেখানেই আলো। ভালো থাকার পথে চলো এবং ভালো কথা বলো। আঁধারের কালো মূছে দিতে নারায়ণগঞ্জে শহরের চাষাড়াস্থ ব্লু পিয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে "ভালো থাকার উৎসব"। নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার প্রতিপ্রাদ্যে সাথে থাকুন, পাশে পাবেন স্লোগানে আমাদের সাথে উদযাপন করুন জীবনের শক্তি ও সম্ভাবনা গুলোকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়ে।
আগামী ২৮ জানুয়ারী মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ ব্লু পিয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে "ভালো থাকার উৎসব অংশগ্রহণ এর আহবান জানান মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান।
এ বিষয়ে নিয়ম ও নির্দেশনায় তিনি জানান, আনন্দ বিনোদনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী সহ সবার জন্য আকর্ষণীয় শুভেচ্ছা উপহার, দুপুরের খাবার ও কফির ব্যবস্থা রয়েছে।
এছাড়াও প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট এবং সফল ও গুণী ব্যক্তিদের দেয়া হবে সম্মাননা এওয়ার্ড। আরো থাকছে মানবিক কর্মসূচী হিসেবে শিক্ষা, চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিন বিতরণ।
ভালো থাকার উৎসবে অংশ গ্রহণ করতে রেজিষ্ট্রেশন করুন দ্রুত- 01972-331333
আপনি অংশ গ্রহণ করুণ এবং সহকর্মী বন্ধুদের আহবান করুণ।
<p>প্রকাশক ও সম্পাদকঃ বদিউজ্জামান খাঁন শিক্ষানবিশ আইনজীবী জাজ কোর্ট, নারায়নগঞ্জ।</p>
Copyright © 2025 NarayanganjKatha. All rights reserved.