প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৪:২২ এ.এম
সুন্দরগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন জেলের স্ত্রী
সুন্দরগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন জেলের স্ত্রী
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া আদর্শ গ্রামের জেলে ফকরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম তিনজন পুত্র সন্তান জন্ম দিয়েছেন। শনিবার সকালে আদর্শ গ্রামে স্থানীয় ধাত্রীর সহায়তায় তার সন্তান জন্ম হয়। বর্তমানে মা’সহ সন্তানরা ভাল নেই। ইতোমধ্যে মা’সহ সন্তানদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জেলে ফকরুল ইসলাম বলেন, তিনি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তার আরও একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। ফের তার স্ত্রীর গর্ভে সন্তান আসে। অর্থাভাবে কোন ধরনের পরীক্ষা নিরিক্ষা করাতে পারেননি। তার স্ত্রীর গর্ভে তিনটি সন্তান রয়েছে এটি তার জানা ছিল না। শনিবার সকালের স্ত্রী পরপর তিনটি সন্তান জন্ম দেন। দুপুরে মা’সহ সন্তানরা অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করায়। কর্তবরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুর ইসলাম বলেন, মা’সহ সন্তারা ভর্তি রয়েছে। সন্তানের ওজন অনেক কম, নিজে টেনে খাওয়ারমত সাধ্য নেই তাদের। সন্তানদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। তবে মা’য়ের অবস্থা ভালো আছে।
<p>প্রকাশক ও সম্পাদকঃ বদিউজ্জামান খাঁন শিক্ষানবিশ আইনজীবী জাজ কোর্ট, নারায়নগঞ্জ।</p>
Copyright © 2025 NarayanganjKatha. All rights reserved.