বিভিন্ন সবজি ও ডিমের দাম কমলেও এখনো দাম কমেনি মুরগির। কয়েক সপ্তাহ আগেও যে দামে বিক্রি হতো এখনো একই দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। রাজধানী ঢাকার কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, দুই সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি বিক্রি হতো প্রতি কেজি ২০০ টাকা করে। এখনো একই দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকায়। ডিমের দাম কমেছে আগের তুলনায়। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা করে। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫০, খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০০-১ হাজার ১০০ টাকা করে। আকারভেদে রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা করে। পাঙাশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০-২০০ টাকা করে। এছাড়া কই মাছ বিক্রি হচ্ছে ২২০-২৫০ টাকা করে।
বাজার ঘুরে দেখা যায়, সবজি বিক্রেতারা তাদের দোকানে শীতকালীন সবজি তুলেছেন। এর মধ্যে ফুলকপি, টমেটো ও শিম দেখা যায়। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৪০ এবং টমেটো ১৭০, ২০০ গ্রাম সমপরিমাণ ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। এছাড়া প্রতি কেজি কচু বিক্রি হচ্ছে ৬০, বেগুন ৮০, পটোল ৫০, শিম ১৪০, ঢেঁড়শ ৪০, মরিচ ২০০, আলু ৬০ ও পেঁয়াজ ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ টাকা, আটাশ ৬০, নাজিরশাইল ৭৬ এবং প্রতি কেজি চিনিগুঁড়া চাল ১১৫ টাকা করে বিক্রি হচ্ছে।
<p>প্রকাশক ও সম্পাদকঃ বদিউজ্জামান খাঁন শিক্ষানবিশ আইনজীবী জাজ কোর্ট, নারায়নগঞ্জ।</p>
Copyright © 2025 NarayanganjKatha. All rights reserved.