সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপের আঙিনায় দুই দলের সবশেষ লড়াইয়ের স্মৃতি ভুটানের জন্য ভীষণ হতাশার, ৮-০ গোলের হার। গত জুলাইয়ে দুই প্রীতি ম্যাচেও সাবিনা-সাগরিকাদের বিপক্ষে হেরেছিল তারা। এমনকি সাফে কখনই বাংলাদেশকে হারাতে পারেননি ভুটান। পুরোনো সব হতাশা মুছে এবার ভিন্ন গল্প লেখতে চান দলটির অধিনায়ক পেমা চোডেন তিসেরাং।
বাংলাদেশের বিপক্ষে না পারার বৃত্ত ভাঙতে আগামী রোববার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নামবে ভুটান। অপরাজিত থেকে এই প্রথম সাফের গ্রুপ পর্ব পেরুতে পারা দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে বলে মনে করেন পেমা।
“গত কয়েক বছর ধরে মেয়েদের ফুটবলে আমাদের ফেডারেশনের বিনিয়োগের প্রতিফলন এটি। আমরা ফল পাচ্ছি এবং এই প্রথম আমরা গ্রুপ পর্ব পেরিয়েছি কোনো ম্যাচ না হেরে।”
<p>প্রকাশক ও সম্পাদকঃ বদিউজ্জামান খাঁন শিক্ষানবিশ আইনজীবী জাজ কোর্ট, নারায়নগঞ্জ।</p>
Copyright © 2025 NarayanganjKatha. All rights reserved.