ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাগলা এলাকায় অবৈধভাবে মৎস্য খামার জবর দখল ও লুটপাট থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ২৪ Time View

পাগলা এলাকায় অবৈধভাবে মৎস্য খামার জবর দখল ও লুটপাট থানায় অভিযোগ

 

নারায়নগঞ্জের সদর উপজেলা ফতুল্লা থানাধীন
পাগলায় অবৈধভাবে মৎস্য খামার জবর দখল কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কেয়ারটেকারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ( ১৬ ডিসেম্বর ) সকাল ১১ ঘটিকার দিকে ফতুল্লার পাগলা এলাকায় মসৎ খামার জবর দখলনও হামলা সহ লুটপাটের ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় সোমবার বিকেল ৫ টায় ফতুল্লা মডেল থানায় ১১ জন ও ২০/২৫ জন অজ্ঞাত সহ অভিযোগ দায়ের করেন কেয়ারটেকার সাইফুল ইসলাম মৃদুল। অভিযোগ কারীরা হলেন, ১। মাসুদ (৩৮) ২। সোহাগ (৪২) ৩। সাখাওয়াত (৫২) ৪। সুমন (৪৫) ৫। স্বরন (৩২) ৬। মুকুল (৩৬) ৭। রুবেল (৩২) ৮। নুরে আলম (২৭) ৯। আজমীর (২৮) ১০। সানী (২৮) ১১। শাওন ( ২৬) সর্ব সাং পাগলার আলীগঞ্জ ফতুল্লা নারায়ণগঞ্জ।

অভিযোগ সূত্রে জানা গেছে , ফাতেমা মনির নারায়নগঞ্জ জেলা পরিষদ ও সড়ক ভবন হইতে পাগলা মেরী অ্যান্ডার্সন এর পূর্ব পাশে ২২.৫০ একর সম্পত্তি লিজ নেন। সম্পত্তিতে পুকুর খনন করিয়া মৎস্য খামার স্থাপন করিয়া দীর্ঘদিন যাবৎ মৎস্য খামারের ব্যবসা করিয়া আসিতেছে ইতিমধ্যো বিবাদীগণ জোড় পূর্বক মৎস্য খামারটি দখল করার পায়তারায় লিপ্ত থাকিয়া বিভিন্ন সময় মৎস্য খামারে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আসিতেছিলো।

তবে বিভিন্ন সময় বিবাদীগণ ২০/২৫ জন সন্ত্রাসী সহ রাম দা,ছোরা, চাকু, লোহার রড, জিআই পাইপ, হকিস্টিক, ইত্যাদি দেশীয় অস্ত্র – সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতাবদ্ধে অনাধিকারে মৎস্য খামার দখল করার চেষ্টা করে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিররের কেয়ারটেকার সাইফুল ইসলাম মৃদুল জানান আমি বাধা দিলে আমাকে হুমকি সহ মারধর করার জন্য উদ্যত হয় এবং খামারের ভিতরের স্থাপনকৃত ২০ টি সিসি ক্যামেরা, মূল্য অনুমান ৩৫ হাজার টাকা, অনুমান প্রায় ৪০ টাকার বৈদ্যুতিক তার,৪০ হাজার টাকা মূল্যের ১টি স্টিলের নৌকা সহ অফিসের তালা ভাঙিয়া অফিসে ড্রয়ারের রক্ষিত মাছ বিক্রির প্রায় আড়াই লাখ টাকা চুরি করিয়া নিয়া যায়।

তাৎক্ষনিক লোক জন নিয়া বাধা দিতে গেলে প্রাণ নাশের হুমকি খুন জখম করিয়া ভয়ভীতি সহ হুমকিধমকি প্রদান করে।

ঘটনা স্থলে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোঃআশরাফ তদন্ত করেন এবং বিষয়টি তদন্ত চলছে বলে সাংবাদিকদের জানান।

About Author Information

জনপ্রিয় খবর

নাঃগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচনে প্রার্থী হলেন আলহাজ্ব  সোহাগ

পাগলা এলাকায় অবৈধভাবে মৎস্য খামার জবর দখল ও লুটপাট থানায় অভিযোগ

Update Time : ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

পাগলা এলাকায় অবৈধভাবে মৎস্য খামার জবর দখল ও লুটপাট থানায় অভিযোগ

 

নারায়নগঞ্জের সদর উপজেলা ফতুল্লা থানাধীন
পাগলায় অবৈধভাবে মৎস্য খামার জবর দখল কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কেয়ারটেকারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ( ১৬ ডিসেম্বর ) সকাল ১১ ঘটিকার দিকে ফতুল্লার পাগলা এলাকায় মসৎ খামার জবর দখলনও হামলা সহ লুটপাটের ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় সোমবার বিকেল ৫ টায় ফতুল্লা মডেল থানায় ১১ জন ও ২০/২৫ জন অজ্ঞাত সহ অভিযোগ দায়ের করেন কেয়ারটেকার সাইফুল ইসলাম মৃদুল। অভিযোগ কারীরা হলেন, ১। মাসুদ (৩৮) ২। সোহাগ (৪২) ৩। সাখাওয়াত (৫২) ৪। সুমন (৪৫) ৫। স্বরন (৩২) ৬। মুকুল (৩৬) ৭। রুবেল (৩২) ৮। নুরে আলম (২৭) ৯। আজমীর (২৮) ১০। সানী (২৮) ১১। শাওন ( ২৬) সর্ব সাং পাগলার আলীগঞ্জ ফতুল্লা নারায়ণগঞ্জ।

অভিযোগ সূত্রে জানা গেছে , ফাতেমা মনির নারায়নগঞ্জ জেলা পরিষদ ও সড়ক ভবন হইতে পাগলা মেরী অ্যান্ডার্সন এর পূর্ব পাশে ২২.৫০ একর সম্পত্তি লিজ নেন। সম্পত্তিতে পুকুর খনন করিয়া মৎস্য খামার স্থাপন করিয়া দীর্ঘদিন যাবৎ মৎস্য খামারের ব্যবসা করিয়া আসিতেছে ইতিমধ্যো বিবাদীগণ জোড় পূর্বক মৎস্য খামারটি দখল করার পায়তারায় লিপ্ত থাকিয়া বিভিন্ন সময় মৎস্য খামারে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আসিতেছিলো।

তবে বিভিন্ন সময় বিবাদীগণ ২০/২৫ জন সন্ত্রাসী সহ রাম দা,ছোরা, চাকু, লোহার রড, জিআই পাইপ, হকিস্টিক, ইত্যাদি দেশীয় অস্ত্র – সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতাবদ্ধে অনাধিকারে মৎস্য খামার দখল করার চেষ্টা করে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিররের কেয়ারটেকার সাইফুল ইসলাম মৃদুল জানান আমি বাধা দিলে আমাকে হুমকি সহ মারধর করার জন্য উদ্যত হয় এবং খামারের ভিতরের স্থাপনকৃত ২০ টি সিসি ক্যামেরা, মূল্য অনুমান ৩৫ হাজার টাকা, অনুমান প্রায় ৪০ টাকার বৈদ্যুতিক তার,৪০ হাজার টাকা মূল্যের ১টি স্টিলের নৌকা সহ অফিসের তালা ভাঙিয়া অফিসে ড্রয়ারের রক্ষিত মাছ বিক্রির প্রায় আড়াই লাখ টাকা চুরি করিয়া নিয়া যায়।

তাৎক্ষনিক লোক জন নিয়া বাধা দিতে গেলে প্রাণ নাশের হুমকি খুন জখম করিয়া ভয়ভীতি সহ হুমকিধমকি প্রদান করে।

ঘটনা স্থলে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোঃআশরাফ তদন্ত করেন এবং বিষয়টি তদন্ত চলছে বলে সাংবাদিকদের জানান।