নারায়নগঞ্জ আইন কলেজে নবনিযুক্ত ভাইস প্রিন্সিপাল ও প্রভাষকদের অভ্যর্থনা
নারায়নগঞ্জ আইন কলেজের নবনিযুক্ত ভাইস প্রিন্সিপাল সিনিয়র এডভোকেট সালাউদ্দিন ভূইয়া সবুজ, প্রভাষক এডঃ রাসেল প্রধান প্রভাষক এডঃ আবু রায়হান কে উষ্ণ অভ্যর্থনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়নগঞ্জ আইন কলেজের প্রিন্সিপাল এডঃ সাখাওয়াত হোসেন ভূইয়া ও ছাত্র ছাত্রী বৃন্দ।
শহর প্রতিনিধি ইভা : অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ২০২৪ ২০২৪ সালের শেষমুহূর্তে দীর্ঘদিন পর নতুন অধ্যক্ষ আগমনের শিরোনাম নারায়ণগঞ্জ আইন কলেজের। এন্ড কলেজের কলেজেরক্লাস শেষ হওয়ার মুহূর্তে এসে ঘোষণা দেন কলেজের কলেজের সম্মানিত প্রিন্সিপাল সাক্ষাওয়াৎ হোসেন ভূঁইয়া।
নারায়নগঞ্জ আইন কলেজের নবনিযুক্ত ভাইস প্রিন্সিপাল সিনিয়র এডভোকেট সালাউদ্দিন ভূইয়া সবুজ, প্রভাষক এডঃ রাসেল প্রধান স্যার, প্রভাষক এডঃ আবু রায়হান কে উষ্ণ অভ্যর্থনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়নগঞ্জ আইন কলেজের প্রিন্সিপাল এডঃ সাখাওয়াত হোসেন ভূইয়া ও ছাত্র ছাত্রী বৃন্দ।
এডভোকেট প্রিন্সিপাল ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন নিয়মিত কলেজে আসবে নিয়মিত ক্লাস করবে,সামনে ২০২১ _২০২২ ব্যাচের পরীক্ষা ২০২২_ ২০২৩ ব্যাচ এর পরীক্ষা । পরীক্ষার্থীরা তোমরা তোমরা শিক্ষকদের সাথে পরিচিত হও তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ওনারা তিনজন শিক্ষক তোমাদের ক্লাস নিবে, তোমরা নিয়মিত ক্লাস করবে।অধ্যক্ষ প্রিন্সিপাল উদ্দেশ্য করে বলেন তোমরা শিক্ষকদের সাথে পরিচিত হও এবং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে কিছু পরামর্শ দিয়ে এডঃ প্রিন্সিপাল উনার নিজ অফিস কক্ষ রুমে যান।
এই সময় উপস্থিত শিক্ষকরা ছাত্র ছাত্রীর সাথে পরিচিত হন ও অধ্যক্ষ শিক্ষকরা নিজ নিজ উনাদের ল পেশায় অভিজ্ঞতার কথা তুলে ধরেন ছাত্র ছাত্রীর কাছে এবং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তাদের ইচ্ছে অনুভূতিগুলো জানার চেষ্টা করেন, কেন ছাত্র-ছাত্রীরা এল এল বি বিষয় নিয়ে তারা পড়াশোনা করছে। তাদের এল এল বি বিষয় নিয়ে ভবিষ্যৎ তাদের কি চিন্তাভাবনা। এই সময় উপস্থিত ছিলেন পিয়াস, মিথিলা ।
ছাত্র-ছাত্রীদের মধ্যে ২০২১ _ ২০২২ ফাইনাল ছাত্রী পরীক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা ইভা সে তার কিছু মূল্যবান বক্তব্য দেয় এল এল বি সাবজেক্ট নিয়ে কেন সে পড়াশোনা করছেন এবং নতুন শিক্ষকের আগমনে শুভেচ্ছা জানাই । ছাত্র-ছাত্রীরা নতুন শিক্ষকের আগমনে অত্যন্ত খুশি, উক্ত সময় আরও উপস্থিত ছিল শিক্ষার্থীদের মধ্যে ফারিয়া , নুসরাত রুমা, মুন্নী, ফাতেমা, জাহান, জাকিয়া উপস্থিত ছিলেন প্রমুখ অন্যান্য ছাত্রবৃন্দরা।
<p>প্রকাশক ও সম্পাদকঃ বদিউজ্জামান খাঁন শিক্ষানবিশ আইনজীবী জাজ কোর্ট, নারায়নগঞ্জ।</p>
Copyright © 2025 NarayanganjKatha. All rights reserved.