দূর হয়ে যাক সব অন্যায় মানবতার কল্যাণে মানব সেবাই হোক ২০২৫ সুন্দর বাংলাদেশ : আসলাম
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে দেশের সর্বস্তরের জনসাধারণ কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন
জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আসলাম বিজয় দিবসে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন এবং মানবতার কল্যাণে মানব সেবাই হোক ২০২৫ সুন্দর বাংলাদেশ।
বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সব ধরনের দমনমূলক নৃশংসতা-নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি।