প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ১০:৪৭ পি.এম
দারুল ইশ্ ক হুসাইনিয়া খানকা শরীফের আশেক তোফাজ্জল হোসেনের জন্য দোয়া
দারুল ইশ্ ক হুসাইনিয়া খানকা শরীফের আশেক তোফাজ্জল হোসেনের জন্য দোয়া
নিজস্ব প্রতিবেদক: দারুল ইশ্ ক হুসাইনিয়া খানকা শরীফের নিয়মিত আশেক, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক, নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক এবং মীম শরৎ গ্রুপের একজন শুভাকাঙ্ক্ষী জনাব তোফাজ্জল হোসেন অাজ ২ রা জানুয়ারী সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিতসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দারুল ইশ্ ক হুসাইনিয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা ও পরিচালক অালহাজ্ব মোঃ সোহাগ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।
এক শোক বার্তায় অালহাজ্ব মোঃ সোহাগ মরহুমের বিদেহী অাত্মার মাগফেরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
এদিকে দারুল ইশ্ ক হুসাইনিয়া খানকা শরীফের সাপ্তাহিক মাহফিলে মরহুম তোফাজ্জল হোসেনের বিদেহী অাত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
<p>প্রকাশক ও সম্পাদকঃ বদিউজ্জামান খাঁন শিক্ষানবিশ আইনজীবী জাজ কোর্ট, নারায়নগঞ্জ।</p>
Copyright © 2025 NarayanganjKatha. All rights reserved.