নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দারুল ইশ্ ক হোসাইনিয়া খানকা শরীফের অাশেকান জাকেরান ও ভক্তবৃন্দের পক্ষে খানকার পরিচালক অালহাজ্ব মোঃ সোহাগ । মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, খৃষ্টীয় নববর্ষ উপলক্ষে আমি দারুল ইশ্ ক হোসাইনিয়া খানকা শরীফের পক্ষ থেকে দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি-সবার জীবনে খৃষ্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। শুভ নববর্ষ।
অালহাজ্ব মোঃ সোহাগ বলেন, অতীতকে পিছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খৃষ্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নব-উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা। নতুন বছর অামাদের জন্য কল্যান বয়ে অানুক।
<p>প্রকাশক ও সম্পাদকঃ বদিউজ্জামান খাঁন শিক্ষানবিশ আইনজীবী জাজ কোর্ট, নারায়নগঞ্জ।</p>
Copyright © 2025 NarayanganjKatha. All rights reserved.