জাহাজে ডাকাতি ও হত্যার মূল হোতা আকাশ গ্রেফতার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি : আলহাজ্ব মোঃ সোহাগ
বিশেষ সংবাদ : চাঁদপুরে জাহাজে সাত খুনের মূল রহস্য উন্মোচন মাস্টারমাইন্ড আকাশ ওরফে মন্ডল বাগেরহাটে গ্রেপ্তার চাঁদপুর আদালতে হস্তান্তর।
চাঁদপুরের হাইমচরে মাঝিরচর এলাকায় মেঘনায় জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মন্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)১১। বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)১১ আটক ইরফান কে চাঁদপুরে এনে নৌ পুলিশ সুপারের কাজলে নিয়ে হস্তান্তর করে।
পরবর্তীতে ডিবি পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে।
আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।
এ বিষয়ে, শাহজালাল নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহাগ নৌপথে পণ্যবাহী জাহাজে সংঘটিত হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
২৩ ডিসেম্বর এক বিবৃতিতে তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও সুবিচার না হওয়া পর্যন্ত তার কোম্পানির মালিকানাধীন সব পণ্যবাহী জাহাজের কার্যক্রম স্থগিত থাকবে।
তিনি আরও জানান, নৌ-পরিবহন সেক্টরের শ্রমিকদের স্বার্থ রক্ষায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে কোম্পানি যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রস্তুত।
<p>প্রকাশক ও সম্পাদকঃ বদিউজ্জামান খাঁন শিক্ষানবিশ আইনজীবী জাজ কোর্ট, নারায়নগঞ্জ।</p>
Copyright © 2025 NarayanganjKatha. All rights reserved.