কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শাসনব্যবস্থার বিকল্প নাই -মুফতী ইমদাদুলাহ হশেমী
১৩ ডিসেম্বর ২০২৪ রোজ শুক্রবার তারাব বিশ্বরোড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাব পৌরসভার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হাশেমী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , নীতির পরিবর্তন না করে বারবার নেতার পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। রাষ্ট্র সংস্কারের জন্য দেশের নীতির সংস্কার প্রয়োজন। আর কুরআন ও সুন্নাহর মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ নীতি। যা বাস্তবায় ছাড়া দেশের সর্বস্তরের বৈষম্য দূর করা সম্ভব নয়। তাই কল্যাণমুখী রাস্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ইসলামী শাসনব্যবস্থা।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভার সাবেক পদপ্রার্থী মুফতী শিব্বির আহমাদ।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন,দেশের মানুষ দীর্ঘদিন তাদের মতপ্রকাশ করতে পারেনি। যাদের কারণে মতপ্রকাশে বাধাগ্রস্ত হয়েছে ও ছাত্র - জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার করতে হবে ও তাদের নির্বাচনের অযোগ্য ঘোষনা করতে হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাব পৌরসভার সভাপতি শামসুল আলম খন্দকার
সভাপতি তার বক্তব্যে বলেন,যারা দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে সম্পদের মালিক হয়েছে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।
১.ছাত্রজনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ২.দূর্ণীতিবাজদের গ্রেফতার ৩.অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষনা করা ৪.সংখ্যানুপাতিক(PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ৫.ইসলামি সমাজ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠা ৬.ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে গনসমাবেশের সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাব পৌরসভার সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ সারোয়ার হোসাইন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সেক্রেটারি শফিকুল ইসলাম খোকন,জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ রূপগঞ্জ থানার সভাপতি মাওলানা শাহ জাহান আল হাবিবী,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুফতি আল আমিন,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সহ সভাপতি জসিমউদদীন, জাতীয় শিক্ষক ফোরাম রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ আজিজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ রমজান আলীসহ থানা, পৌরসভা ও ওয়ার্ড নেতৃত্ববৃন্দ।
মুহাম্মাদ শাহিন মিয়া
প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
তারাব পৌরসভা
01926-561123
<p>প্রকাশক ও সম্পাদকঃ বদিউজ্জামান খাঁন শিক্ষানবিশ আইনজীবী জাজ কোর্ট, নারায়নগঞ্জ।</p>
Copyright © 2025 NarayanganjKatha. All rights reserved.