ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় স্থলভাগে ঢুকতে শুরু করেছিল ঘূর্ণিঝড়টি। শুক্রবার ভোরে স্থলভাগ অতিক্রম করেছে।
স্থলভাগে আঘাত হানার সময় উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। তবে শুক্রবার সকালে ঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর গতি কিছুটা কমেছে।
আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, বর্তমানে উপকূল এলাকায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইছে। শক্তি হারিয়ে তা এখন ‘সাধারণ’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বিকালের মধ্যে আরও কিছুটা শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে ‘দানা’।
বর্তমানে ঘূর্ণিঝড়ের অবস্থান হাবালিখাটি থেকে ৫০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে। এরপর সেটি দক্ষিণ-পশ্চিম দিকে বাঁক নিতে পারে।
এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভি জানায়, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে বেশ শক্তি নিয়েই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা। ফলে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কয়েকটি অঞ্চলে ভারি বৃষ্টিপাত এবং প্রবল ঝোড়ো বাতাস বইছিল।