কারকুস্ ট্রেড ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে দেশবাসী কে নতুন বছরের শুভেচ্ছা : আলহাজ্ব আব্দুস সলাম
নিজস্ব প্রতিবেদক: সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার ও আমার বাংলাদেশ। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কারকুস ট্রেড ইন্টারন্যাশনাল পরিচালক আব্দুস সালাম এক বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, খৃষ্টীয় নববর্ষ উপলক্ষে আমি কারকুস ট্রেড ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি-সবার জীবনে খৃষ্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। শুভ নববর্ষ।
আলহাজ্ব আব্দুস সালাম বলেন, অতীতকে পিছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খৃষ্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নব-উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ।
নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা। নতুন বছর অামাদের জন্য কল্যান বয়ে অানুক।
কারকুস ট্রেড ইন্টারন্যাশনাল পরিচালক আব্দুস সালাম মানবতার কান্ডারী ও একজন ব্যবসায়ী শ্রেষ্ঠ উদ্যােক্তা হিসাবে বেকারত্ব নিরলসে আগামীর সম্ভাবনার শুদ্ধ সুন্দর বাংলাদেশ বিনির্মানে শুভ কামনা করেন তিনি।