আসছে ৬ নভেম্বর (বুধবার) নারায়নগঞ্জ সদর উপজেলা
প্রেস ক্লাবের শুভ উদ্বোধন
নারায়ায়গন্জে এই প্রথম নারী সাংবাদিক সভাপতি হয়ে নতুন আঙ্গিকে আসছে ৬ এ নভেম্বর রোজ বুধবার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের শুভ উদ্বোধন করা হবে। ইতিমধ্যেই নারায়ণগঞ্জের অনেকের মাঝে তা ছরিয়ে পরেছে।
উক্ত উদ্বোধনীয় অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত।উদ্বোধনীয় অনুষ্ঠান উপলক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রসাশক, পুলিশ সুপার,,সিভিল সার্জন,পুলিশ পরিদর্শক,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, আনসার বিডিপি, সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা সহ সিদ্দিরগন্জ থানায় ফুলের শুভেচ্ছা দিয়ে আমন্ত্রণ জানিয়েছে সদর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা। সকল গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে অনুষ্ঠানটির সঞ্চালনা করা হবে।
৬ নভেম্বর থেকে সদর উপজেলা প্রেসক্লাব এর সকলেই নতুন ভাবে পথচলা শুরু করবে। এই পথ চলায় আপনাদের দোয়া কামনা করছে উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্ত । নতুন আঙ্গিকে উপজেলা প্রেসক্লাবের পথ চলাকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন "সদর উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য এবং নবগঠিত কমিটিকে স্বাগত জানাই এবং সাফল্য কামনা করছি এই ক্লাবের"। পুলিশ পরিদর্শক (পিবিআই) এর অফিসার মোঃ মোস্তফা কামাল রাশেদ বলেন "সমাজের সকল সংবাদ সাংবাদিকের কাছে আসে পরবর্তীতে আমরা খবর পাই।
তাই আসা করবো সকল সাংবাদিক পুলিশ একে অপরের বন্ধু আমরা সকলেই মিলে মিশে কাজ করলে অপরাধীরা আতংকে থাকবে।সাংবাদিকের সচ্ছ সংবাদ সমাজের সকলেই আসা করে।আমি আমি অচিরেই একটি মিডিয়া গ্রুপ খুলবো এবং সকল সাংবাদিক এখানে এড থাকবেন এবং তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
সেই সাথে সদর উপজেলা প্রেসক্লাবের সাফলতা কামনা করছি"। আনসার ভিডিপির মোহাম্মদ মোস্তফা কামাল জানায়" সদর উপজেলা প্রেস ক্লাবের কথা ইডি মধ্যেই শুনেছি তবে এতো তাড়াতাড়ি তাদের কার্যক্রম শুরু হবে ভাবি নাই। আসলেই তারা পরিশ্রমই এটা প্রমাণ আজকের এই কার্ড। আমি সদর উপজেলা প্রেস ক্লাবের সকলের সাফলতা কামনা করছি"।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন" সাংবাদিক সমাজের আয়না, আমরা চাই পুলিশ সাংবাদিক বন্ধু হয়ে সকল কাজ করলে সমাজের অপরাধ প্রতিরোধ করা সম্ভব। সদর উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যকে শুভেচ্ছা জানাই, সেই সাথে এই ক্লাবের সাফলতা কামনা করছি।
<p>প্রকাশক ও সম্পাদকঃ বদিউজ্জামান খাঁন শিক্ষানবিশ আইনজীবী জাজ কোর্ট, নারায়নগঞ্জ।</p>
Copyright © 2025 NarayanganjKatha. All rights reserved.