আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান এর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোড় দাবি জানাচ্ছি : জাকির হোসেন সেন্টু
শহর প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্ণাঢ্য র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর সাবেক সহ সাধারণ সম্পাদক যুবদল নেতা জাকির হোসেন সেন্টু’র নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল তিনটায় শহরের দেওভোগ থেকে নারায়ণগঞ্জে মহানগরের যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে খানপুর হাসপাতাল রোডের মহানগর যুবদলের মূল বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
এ সময় দেওভোগ থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন সেন্টু উদ্যোগে বিশাল মিছিল যোগদান কালে সাংবাদিকদের বলেন, আমরা ও আমাদের নেতা তারেক রহমান এর সকল মিথ্যা মামলা অভিলম্বে প্রত্যাহার করার জোড় দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা কোনো পদের আশায় রাজনীতি করি না। দেশনেত্রী বেগম জিয়া ও আমাদের আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান কে বিজয়ী হওয়ায় আমাদের পদ ও বড় বিজয়ী।
উক্তমিছিলে উপস্থিত ছিলেন, ফরিদ হোসেন, রহমানআনিসুর,যুবদল নেতা জে বি এন সালাউদ্দিন, জহির উদ্দিন,
পারভেজ, কামাল হোসেন,কবির খাঁ, মোঃ নাজমুল, মোঃ জহিরুল ইসলাম সিকু, মাহবুব আলম সুমন,মোঃ মোতালেব হোসেন,মোঃজাহাঙ্গীর, মোঃরিরন,যুবদল নেতা জামাল হােসেন,যুবদল নেতা রুবেল হােসেন, তানভীর হােসেন,সুমন ঘােষ।
কামাল,শাহ আলম,সুমন,রিদয়,মইন,নাজিম শেখ, মাইনুদ্দিন, মোঃ আসিফ, আলী জায়েদ মিশর,মোঃ নাজমুল হোসেন, জসিম, মোঃ আপন, মোঃ মিজু, নাঈম মেরাজ, সোহান, শয়ন, অনয়, রেজওয়ান প্রমুখ।
র্যালিটি শহরের মেট্রোহল দিয়ে মিশনপাড়া হয়ে চাষাড়া চত্বর ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মন্ডলপাড়া সামনে গিয়ে শেষ হয়।
<p>প্রকাশক ও সম্পাদকঃ বদিউজ্জামান খাঁন শিক্ষানবিশ আইনজীবী জাজ কোর্ট, নারায়নগঞ্জ।</p>
Copyright © 2025 NarayanganjKatha. All rights reserved.